১৫ মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে বলে কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা জানিয়েছে। খবর বিবিসি’র।
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি জানিয়েছেন, ইসরায়েলের মন্ত্রিসভা চুক্তিটি অনুমোদন করলে এটি রোববার থেকে কার্যকর হবে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “এই চুক্তি গাজায় সংঘর্ষ থামাবে, ফিলিস্তিনি বেসামরিকদের জন্য জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করবে এবং জিম্মিদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেবে।”
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, চুক্তির চূড়ান্ত কিছু বিষয় এখনও কাজ চলছে। তবে তিনি প্রেসিডেন্ট বাইডেনকে এই চুক্তির “প্রসার ঘটানো”র জন্য ধন্যবাদ জানিয়েছেন।
অন্যদিকে, হামাস নেতা খালিল আল-হাইয়া বলেছেন, এটি ফিলিস্তিনিদের “অদম্য সহনশীলতার” ফল।
এই চুক্তির খবরে অনেক ফিলিস্তিনি ও ইসরায়েলি জিম্মিদের পরিবার আনন্দ প্রকাশ করেছে। তবে গাজার মাটিতে যুদ্ধের তীব্রতা এখনও কমেনি।