শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২০ ফেব্রুয়ারী ২০২৫, ৫:৪৭ অপরাহ্ন
শেয়ার

৪০৮ আরোহী নিয়ে বাংলাদেশি উড়োজাহাজের ভারতে জরুরি অবতরণ


৪০৮ আরোহী নিয়ে বাংলাদেশি উড়োজাহাজের ভারতে জরুরি অবতরণ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের নাগপুর অঙ্গরাজ্যে জরুরি অবতরণে বাধ্য হয়। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এটি ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। ভারতীয় সংবাদমাধ্যম ওয়াইওন এ খবর জানিয়েছে।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআই এর প্রতিবেদন অনুযায়ী, ওই উড়োজাহাজে ৩৯৬ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিলেন।

নাগপুরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, বুধবার মাঝরাতে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রাপথ পরিবর্তন করে জরুরি অবতরণে বাধ্য হয় উড়োজাহাজটি।

আরেক কর্মকর্তা জানিয়েছেন, অন্য এক উড়োজাহাজে করে যাত্রীদের দিনের পরবর্তী কোনও এক সময় নিয়ে যাওয়া হবে।