
ইসরায়েলে শিগগিরই চারশ কোটি মার্কিন ডলার অর্থমূল্যের সামরিক সহায়তা পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করার কথা শনিবার (১ মার্চ) নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রুবিও বলেছেন, জরুরি কর্তৃত্ব ক্ষমতাবলে এই সহায়তা প্রেরণের আদেশে স্বাক্ষর করেছেন তিনি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ইসরায়েল এখন তাদের চিরশত্রু হামাসের সঙ্গে এক নাজুক যুদ্ধবিরতি চুক্তিকে আছে।
২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে ইসরায়েলের জন্য প্রায় এক হাজার ২০০ কোটি মার্কিন ডলারের সামরিক বিক্রয় অনুমোদন করেছে।
রুবিও বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত এবং বিভিন্ন হুমকি মোকাবিলা করতে মার্কিন প্রশাসন সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।
শুক্রবার মার্কিন গোয়েন্দা অধিদফতরের প্রধান কার্যালয় পেন্টাগন জানিয়েছে, ইসরায়েলের কাছে প্রায় তিনশ কোটি ডলার সমমূল্যের বোমা, ধ্বংসাত্মক সরঞ্জাম এবং অন্যান্য অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে।
এই অস্ত্র বিক্রির বিষয়ে জরুরি ভিত্তিতে কংগ্রেসকে অবহিত করা হয়েছে। সাধারণত এ ধরনের সামরিক সহায়তার আগে কংগ্রেসের উচ্চপর্যায়ের কমিটিগুলোতে পর্যালোচনা হয়ে থাকে। তবে এবারের প্রশাসন দীর্ঘদিনের প্রচলন ভেঙে কাজ করছে।
শুক্রবারের ঘোষণার মধ্য দিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দ্বিতীয়বারের মতো ইসরায়েলকে সামরিক সহায়তা দিতে জরুরি কর্তৃত্ব ব্যবহার করলো ট্রাম্প প্রশাসন। তবে বাইডেন আমলেও কংগ্রেশনাল পর্যালোচনা এড়াতে একই ক্ষমতা ব্যবহার করে ইসরায়েলকে সহায়তা পাঠানো হয়েছিল।







































