চট্টগ্রামের জাঙ্গালিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী, শিশুসহ নিহত ৯

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া অংশে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৯ জন নিহত হয়েছে।

chardike-ad

আজ বুধবার (২ এপ্রিল) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘তিনজন নারী, তিনজন পুরুষ, এবং একটি মেয়ে শিশু ঘটনাস্থলে মারা গেছে। তিনজন গুরুতর আহত ব্যক্তিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে আরও এক নারী মারা যান।’

তিনি আরও বলেন, বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ওসি জানান, নিহত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ আউটপোস্টের সাব-ইন্সপেক্টর নুরুল আলম আশেক জানান, লোহাগড়ার দুর্ঘটনায় গুরুতর আহত এক পুরুষ ও এক নারীকে হাসপাতালে আনা হয়েছিল।

তিনি বলেন, ‘তাদের মধ্যে গুরুতর আহত পুরুষটি মারা যান।’

ওসি শুভ রঞ্জন চাকমা জানান, মাইক্রোবাসটিতে ঢাকার মেট্রো নম্বর প্লেট ছিল। তিনি বলেন, ‘আমরা মনে করি এটি ঢাকার। যাত্রীরাও ঢাকার হতে পারে।’

এর আগে, ঈদের দিন (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টায় একই স্থানে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছিল।

পরের দিন (১ এপ্রিল) একই স্থানে দুটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায় এবং তিনজন আহত হয়।

একই স্থানে বারবার দুর্ঘটনা কেন ঘটছে এমন প্রশ্নের জবাবে ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ‘দুর্ঘটনার স্থানে একটি হালকা বাঁক রয়েছে। এখানে একটি হালকা ঢালও রয়েছে। এটি সম্ভবত যানবাহনগুলোর গতি বাড়িয়ে দেয়।’

তিনি বলেন, ‘অনেক চালক এই স্থানে পৌঁছালে তাদের গতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়।’