রবিবার । জুন ১৫, ২০২৫ । ৯:১৪ অপরাহ্ন
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৭ মে ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
শেয়ার

‘বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে’


'বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে'

বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেছেন, ‘কুমিল্লায় অনেক উপজেলার আওয়ামী লীগের রাজনীতি যেমন আওয়ামী লীগের টাকায় চলে, তেমনি বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে। এখানে যারা বিএনপির নেতা রয়েছেন, আপনারা আমাদের শত্রু মনে করবেন না। এটা আপনাদের ভালোর জন্য বলছি। কুমিল্লায় অনেক উপজেলা আছে যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গেছে।’

আজ শুক্রবার কুমিল্লায় আহত-শহীদ ও বীর সন্তানদের সম্মানে জুলাই সমাবেশে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের অর্থনৈতিক কাঠামো ঠিক রেখে ভালো নির্বাচন হতে পারে না উল্লেখ করে হাসনাত বলেন, ‘তাদের সম্পদ বাজেয়াপ্ত করুন। আমরা রাস্তায় না নামার আগ পর্যন্ত আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেননি। নিজ উদ্যোগে আপনারা কিছুই করছেন না। মানবিক করিডোর নিয়ে যেসব প্রশ্ন উঠছে, সে বিষয়ে আপনাদের অবস্থান ব্যাখ্যা করুন।’

আওয়ামী লীগের সহযোগী ১৪ দলের বিষয়েও অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানান হাসনাত।

তিনি বলেন, ‘১৪ দলের বিষয়ে এ সরকার কী চিন্তা করছে সেটি স্পষ্ট করতে হবে।’

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে উদ্দেশ্য করে এনসিপির এই নেতা বলেন, ‘৫ আগস্টের আগে আওয়ামী লীগ যেভাবে ঘোরাঘুরি করত, এখনও ঘোরাঘুরি করছে। এটা আমাদের ব্যর্থতা, আসিফ নজরুল স্যারেরও ব্যর্থতা। কোন কোন বিচারপতি আওয়ামী লীগের লোকজনকে জামিন দিচ্ছেন, তাদের চিহ্নিত করুন। কেন দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে না জবাব দিন। না পারলে কাদের জন্য পারছেন না, জাতির কাছে পরিষ্কার করেন। স্যার, আমরা আপনার ওপর আস্থা রাখতে চাই। আপনি সে আস্থা নষ্ট করবেন না।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী ২৬ দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র না এলে…. আমরা আবারও রাস্তায় নামব। আমাদের যেকোনো প্রশ্নে, কুমিল্লার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

‘হাসনাত বলেন, ‘আওয়ামী লীগ যদি আবার ফেরত আসে, কুমিল্লাকে আলাদা স্টেট করে দেবে। কারণ শেখ হাসিনা ও তার বাবার দুঃস্বপ্নের কারণ ছিল কুমিল্লা।’

অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন ফেস দ্য পিপলের সম্পাদক সাইফুর রহমান সাগর, এনসপির যুগ্ম সদস্য সচিব নাভিদ নওরোজ শাহ, জয়নাল আবেদীন শিশির, জুলাই আন্দোলনে শহীদ সাদমানের মা কাজী শারমিন, শহীদ ইমাম হাসানের ভাই রবিউল আউয়াল, শহীদ ইমাম হাসানের ভাই রবিউল আউয়াল, শহীদ রবিনের মা পারভীন আক্তার, ইস্টার্ন মেডিকেল কলেজের পরিচালক শাহ মো. সেলিম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান ওয়াসিম, সাংবাদিক শাহাজাদা এমরান প্রমুখ।