Search
Close this search box.
Search
Close this search box.

ঈদ মুবারক বাংলাদেশ!

eid_mubarak_btবাংলাদেশের আকাশে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে। এর ফলে বাংলাদেশে মঙ্গলবার পালিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের সর্বোচ্চ এই ধর্মীয় উৎসব। বাংলা টেলিগ্রাফের ঢাকা ব্যুরোর পক্ষ থেকে সকল পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীদের রইলো পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা, ঈদ মুবারক!

সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী ও কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান মঙ্গলবার ঈদ হবে বলে ঘোষণা দেন। কমিটির সভা চলাকালে রাজশাহী থেকে সর্বপ্রথম চাঁদ দেখা যাওয়ার খবর দেওয়া হয়।

chardike-ad

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে দেশে প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এ ঈদের জামাতে ঈমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দীন। এছাড়া ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এবার ঢাকা শহরে মোট ৩৩২ টি স্থানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।