শনিবার । জুন ১৪, ২০২৫ । ১১:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার রাজনীতি ২৪ মে ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
শেয়ার

ড. ইউনূসের পদত্যাগ নিয়ে আজকের বৈঠকে সবার চোখ


ড. ইউনূসের পদত্যাগ নিয়ে আজকের বৈঠকে সবার চোখ

চলমান পরিস্থিতিতে দুই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামের সঙ্গে আজ সন্ধ্যায় বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি এবং সাড়ে ৮টায় জামায়াতে ইসলামীর নেতাদের প্রধান উপদেষ্টা তার বাসভবন ‘যমুনা’য় আমন্ত্রণ জানিয়েছেন।

বিএনপির এক নেতা গণমাধ্যমকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিএনপি রাত ৭টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে। সেখানে চলমান পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হবে।’

গত কয়েকদিনের উদ্ভূত রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের ইচ্ছা উপদেষ্টা পরিষদের কাছে প্রকাশ করেছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়।

এ পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানানো হয়েছে। দলটির আমীর ডা. শফিকুর রহমান মনে করেন, আলোচনার মাধ্যমে সংকটের সমাধান সম্ভব।

এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা প্রধান উপদেষ্টার পদত্যাগ চান না। বরং ড. ইউনূসের নেতৃত্বেই তারা একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের পথ খুঁজে বের করতে আগ্রহী।