ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। বৃহস্পতিবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে হাইকমিশনার তার পরিচয়পত্র পেশ করেন।
পেশাদার কূটনীতিক হামিদুল্লাহ বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৫তম ব্যাচের এবং ১৯৯৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।
নয়াদিল্লিতে তার বর্তমান পদোন্নতির আগে তিনি শ্রীলংকায় বাংলাদেশের হাইকমিশনার এবং নেদারল্যান্ডসে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
কূটনৈতিক জীবনে হামিদুল্লাহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (পশ্চিম) এবং কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নয়াদিল্লিতে বাংলাদেশ মিশন এবং নিউইয়র্কে জাতিসংঘে স্থায়ী মিশনেও দায়িত্ব পালন করেছেন।