শনিবার । জুন ২১, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩০ মে ২০২৫, ১:৫৯ অপরাহ্ন
শেয়ার

জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী আজ


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী আজ (শুক্রবার)। ১৯৮১ সালের এই দিনে কিছু বিপথগামী সেনা সদস্যের হাতে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যার শিকার হন তিনি।

স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তি।

শহীদ প্রেসিডেন্ট জিয়া খালকাটা কর্মসূচি, সবুজ বিপ্লব, শিল্প উন্নয়ন এবং যুগোপযোগী ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন। নারী সমাজের উন্নয়ন ও শিশুদের বিকাশে তার আগ্রহ জাতিকে নতুন দিকনির্দেশনা দেয়। তার সততা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেম ছিল অতুলনীয়।

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে প্রতি বছর বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠন। এ বছর ৮ দিনের কর্মসূচি পালিত হচ্ছে।