Search
Close this search box.
Search
Close this search box.

ইরানে বিমান বিধ্বস্ত, নিহত ৪০

ইরানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৪০ জন নিহত হয়েছে। যান্ত্রিক সমস্যার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা ১৮ মিনিটে রাজধানী তেহরানের কাছে মেহেরাবাদ বিমানবন্দরে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

image_93752_0সংবাদমাধ্যম জানায়, উড়োজাহাজটি তাবাস শহরের উদ্দেশে যাত্রার আগ মহূর্তে বিধ্বস্ত হয়। অপরদিকে, বার্তাসংস্থা ইরনা জানায়, তাবান এয়ার ফ্লাইটটি (ফ্লাইট- ইরান-১৪১) অভ্যন্তরীণ রুটে চলাচল করতো। এটি লোকালয়ে বিধ্বস্ত হয়েছে। বার্তা সংস্থা এপি জানান, নিহতদের মধ্যে সাতজন শিশুও ছিল।

chardike-ad

তবে এতে কতজন যাত্রী ছিলেন ও কীভাবে এটি বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিক জানা যায়নি। ইরানের প্রেস টিভি জানিয়েছে, ইরানের বিমানগুলো পুরনো এবং এর পরিচর্যার মান খুবই দুর্বল। বিগত ২৫ বছরে ইরানের ২০০টিরও বেশি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দুই হাজারের বেশি মানুষ মারা গেছেন। আজ যে বিমানটি বিধ্বস্ত হয়েছে তাতে মোট ৫০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ৪০ জনই নিহত হয়েছেন।