শুক্রবার । জুন ১৩, ২০২৫ । ৬:২৫ পূর্বাহ্ন
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৩ জুন ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
শেয়ার

ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড গড়ে কোয়ার্টার ফাইনালে নোভাক জোকোভিচ


ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড গড়ে কোয়ার্টার ফাইনালে নোভাক জোকোভিচ

ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড ১৯ বারের মতো কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছেন নোভাক জোকোভিচ। ক্যামেরন নরির বিপক্ষে সরাসরি সেটে জিতেছেন তিনি। নরিকে হারিয়েছেন ৬-২, ৬-৩, ৬-২ গেমে।

রোলাঁ গারোয় জোকোভিচের ১৯তম কোয়ার্টার ফাইনাল কোনও একক গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে রেকর্ড। তাছাড়া এই ম্যাচের মধ্য দিয়ে ফ্রেঞ্চ ওপেনে জয়ের সেঞ্চুরিও করেছেন। ৩৮ বছর বয়সী প্রতিক্রিয়ায় বলেছেন,‘ভালো লাগছে। আমি জানি আরও ভালো খেলতে পারি। এটা অবশ্য দারুণ ব্যাপার। কিন্তু ১০১ নম্বর জয় পেলে সেটা আরও ভালো হবে। আমি নিজেকে সম্মানিত মনে করছি… কিন্তু আমার ধারাবাহিকতা প্রয়োজন।’

শেষ আটে তার প্রতিপক্ষ অনেক দিনের প্রতিদ্বন্দ্বী আলেক্সান্ডা জভেরেভ। তার বিপক্ষে সার্বিয়ানের জয়ের রেকর্ড ৮-৫। তবে সর্বশেষ জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জোকোভিচ ইনজুরিতে রিটায়ার্ড হয়ে বিদায় নিয়েছিলেন।