শনিবার । ডিসেম্বর ১৩, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
শেয়ার

ওমানের জালে বাংলাদেশের গোলবন্যা, আমিনুলের ৫ গোল


aminul

একাই ৫ গোল করে ম্যাচসেরা হয়েছেন আমিরুল।

যুব বিশ্বকাপ হকিতে স্থান নির্ধারণী রাউন্ডে বাংলাদেশ অভূতপূর্ব জয় পেয়েছে। প্রতিপক্ষ ওমানকে ১৩-০ গোলে উড়িয়ে দিয়েছেন বাংলাদেশের খেলোয়াড়রা।

গোল উৎসবের নেপথ্যে ছিলেন আমিরুল ইসলাম ও রাকিবুল হাসান। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার ম্যাচে হ্যাটট্রিক করেছেন উভয়েই। জোড়া গোল করেছেন মোহাম্মদ আবদুল্লাহ ও মোহাম্মদ সাজু। এক গোল এসেছে ওবায়দুল হাসানের কৃতিত্বে।

ভারতে জুনিয়র বিশ্বকাপে আমিরুল আজ একাই করেছেন ৫ গোল। ১৭ থেকে ২৫তম স্থান নির্ধারণী প্রথম ম্যাচেই বাংলাদেশের গোলোৎসবের সূচনা করেছেন তিনি।

মাদুরাই ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারে তিনটি গোল করেন আমিরুল, যেগুলো পেনাল্টি থেকে আসে। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে হ্যাটট্রিক করেন রাকিবুল এবং এই কোয়ার্টারে জোড়া গোলও যোগ করেন।

তৃতীয় কোয়ার্টারে ওমান আরও ৩ গোল হজম করে, গোলগুলো আসে আবদুল্লাহ, আমিরুল ও ওবায়দুলের মাধ্যমে। চতুর্থ এবং শেষ কোয়ার্টারে বাংলাদেশের আক্রমণ থামেনি। শেষ ১৫ মিনিটে ওমান আরও ৫ গোল হজম করে। এই সময়ে হ্যাটট্রিক পূর্ণ করেন রাকিবুল, আমিরুল ও আবদুল্লাহ এক করে গোল করেন এবং সাজু জোড়া গোল করেন।

শেষ পর্যন্ত ১৩-০ গোলে বিজয়ী বাংলাদেশে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন আমিরুল ইসলাম, যিনি একাই ৫ গোলের দারুণ অবদান রাখেন। বাংলাদেশের এই বড় জয় দলের আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখল।