শনিবার । ডিসেম্বর ১৩, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ৮ ডিসেম্বর ২০২৫, ৮:৪৬ অপরাহ্ন
শেয়ার

আমিরুলের হ্যাটট্রিকে যুব হকি বিশ্বকাপের ‘চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন’ বাংলাদেশ


hockey-bd

চ্যাম্পিয়নের পর বাংলাদেশের পতাকা হাতে খেলোয়াড়রা। ছবি: হকি ফেডারেশন

যুব হকি বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। ভারতের মাদুরাইয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টের ‘চ্যালেঞ্জার ট্রফি’ ফাইনালে শক্তিশালী ইউরোপীয় দল অস্ট্রিয়াকে ৫–২ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে লাল-সবুজের যুব হকি দল। ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে হ্যাটট্রিক করেন ডিফেন্ডার আমিরুল ইসলাম, যিনি পুরো টুর্নামেন্টেই ছিলেন গোলের ঝড়ে অপ্রতিরোধ্য।

গ্রুপ পর্বে বাদ পড়া আট দলের জন্য আয়োজিত এই চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের কাছে ছিল সম্মান পুনরুদ্ধারের লড়াই। সেই লড়াইয়ে নিজেদের সেরাটাই দেখিয়ে সেরা দল হিসেবে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ।

ফাইনালের শুরুতে অস্ট্রিয়া আক্রমণাত্মক হকি খেললেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। প্রথম কোয়ার্টারের শেষ মুহূর্তে পেনাল্টি কর্নার থেকে শক্তিশালী শটে দলকে এগিয়ে দেন আমিরুল ইসলাম। এর আগেই তিনি রক্ষণভাগে দাঁড়িয়ে একটি নিশ্চিত গোল বাঁচিয়ে দলের আস্থা আরও বাড়িয়ে দেন।

দ্বিতীয় কোয়ার্টারে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল পায় বাংলাদেশ। এবার নিখুঁত শটে গোল করেন হুজায়ফা। ২–০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় লাল-সবুজের দল।

বিরতি থেকে ফিরে আরও তড়িৎ হয়ে ওঠে বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই রাকিবুল হাসান রকির ফিল্ড গোলে ব্যবধান দাঁড়ায় ৩–০। কোয়ার্টারের শেষদিকে অস্ট্রিয়া একটি গোল শোধ করলেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতেই।

শেষ কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন আমিরুল। পরে অস্ট্রিয়া আরও একটি গোল করে ব্যবধান কমালেও শেষ মুহূর্তে ঠাণ্ডা মাথায় খেলেই ৫–২ গোলে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।

এই বিশ্বকাপে ছয় ম্যাচে পাঁচটি হ্যাটট্রিকসহ ১৮ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আমিরুল ইসলাম। একজন ডিফেন্ডার হয়েও তার গোল করার ধারাবাহিকতা যুব বিশ্বকাপের ইতিহাসে এক অনন্য কীর্তি।

গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সের বিপক্ষে লড়াই করেও মূল পর্বে উঠতে না পারা বাংলাদেশ স্থান নির্ধারণী পর্বে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ওমানকে ১৩–০, দক্ষিণ কোরিয়াকে ৫–৩ এবং ফাইনালে অস্ট্রিয়াকে হারিয়ে ‘চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন’ হিসেবে টুর্নামেন্ট শেষ করে তারা।

বাংলাদেশের যুব হকি দলের এই শিরোপা জয় দেশের হকির ভবিষ্যতে নতুন আশার আলো জ্বালিয়ে দিল। তরুণদের এই সাফল্য আগামী দিনে আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের পথচলায় আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।