
তৃতীয়বারের মতো ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন মিক্সড টিম ওয়ার্ল্ড কাপ শিরোপা জিতেছে চীন
জাপানকে ৮-১ সেটের ব্যবধানে পরাজিত করে তৃতীয়বারের মতো ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন (আইটিটিএফ) মিক্সড টিম ওয়ার্ল্ড কাপ শিরোপা জিতেছে চীন।
ফাইনালে চীনের জুটি ওয়াং ছুছিন এবং সুন ইং শা দুর্দান্ত সূচনা এনে দেন। তারা মিক্সড ডাবলসে জাপানের সরা মাতসুশিমা এবং সাটসুকি ওদো জুটিকে ১১-৪, ১১-৪, ১১-৬ সেটের ব্যবধানে সরাসরি হারিয়ে দেন।
এরপর নারী এককের ম্যাচেও চীনের আধিপত্য বজায় থাকে। ওয়াং মান ইউ জাপানের মিওয়া হারিমোতোকে ১১-৬, ১১-৭, ১১-৬ সেটে পরাজিত করেন। এর ফলে চীন টুর্নামেন্টে ৬-০ ব্যবধানে লিড নিয়ে নেয়।
পুরুষ এককের ম্যাচে চীনের লিন শিতোং দলের জয় নিশ্চিত করেন। ম্যাচের শুরুতে তিনি জাপানের তোমোকাজু হারিমোতোর বিরুদ্ধে প্রথম সেটে ৬-১১ ব্যবধানে পিছিয়ে পড়েন। কিন্তু এরপরই তিনি দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান এবং পরবর্তী দুই গেমে ১১-৫, ১১-৬ সেটের ব্যবধানে জয়ী হয়ে চীনের শিরোপা নিশ্চিত করেন।









































