শুক্রবার । জুন ১৩, ২০২৫ । ৬:২৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার রাজনীতি ৩ জুন ২০২৫, ৬:১২ অপরাহ্ন
শেয়ার

‘নগরভবনে জনদুর্ভোগের দায় অন্তর্বর্তীকালীন সরকারের’


'নগরভবনে জনদুর্ভোগের দায় অন্তর্বর্তীকালীন সরকারের'

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘সিটি করপোরেশনকে স্থবির করে ফেলার মাধ্যমে নগরভবনে যে জনদুর্ভোগ তৈরি হয়েছে, জনগণের সেবার যে বিঘ্ন হয়েছে, তার পুরো দায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার।’

মঙ্গলবার (৩ জুন) বিকাল ৩টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগরভবনে চলমান আন্দোলনে যোগ দিয়ে তিনি একথা বলেন।

ইশরাক হোসেন বলেন, ‘অন্তর্বর্তী সরকার ও স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ পড়ানোর আয়োজন না করে সংবিধান লঙ্ঘন করেছে, উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে আইনের অবজ্ঞা করেছে।’

তিনি বলেন, ‘নগরভবনে চলমান কর্মসূচি আপাতত কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের ছুটি শেষ হওয়ার পরেও যদি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শপথ পড়ানোর বিষয়ে স্পষ্ট কোনও বার্তা না আসে তাহলে পুরো ঢাকাবাসীকে নিয়ে আমরা আরও কঠোর আন্দোলন করবো।’

তিনি আরও বলেন, ‘আমাদের মূল যে লক্ষ্য ছিল বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে হবে, এটা যদি আমরা অর্জন করতে চাই তাহলে নগরভবন কেন্দ্রিক যে আন্দোলন হয়েছে এটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে। চূড়ান্ত পর্যায়ে নিয়ে না যাওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।’

ইশরাক হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে, আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের ব্যাপারে ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদের সঙ্গে নিয়ে আমি নিজেই শপথ পড়ে আমার চেয়ার গ্রহণ করবো।’

তিনি বলেন, ‘নগরভবন কীভাবে চলবে, সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোনও বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত প্রশাসক দিয়ে এই নগরভবন পরিচালনা করতে দেওয়া হবে না। এটাই আমাদের শেষ কথা, এটাই আমাদের শেষ বার্তা।’

তিনি আরও বলেন, ‘যেহেতু আমরা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, আমাদের দলের পক্ষে বিশেষ করে আমাদের নেতা সালাহউদ্দিন আহমেদ বারবার বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছেন, তাই আমরা চাই না কোনও বাজে উদাহরণ সৃষ্টি হোক।’