অনলাইন প্রতারণা রোধে আরও একধাপ এগিয়েছে গুগল। তাদের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমের ডেস্কটপ সংস্করণে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভাষা মডেল ‘জেমিনি ন্যানো’।
গুগলের দাবি, এই এআই প্রযুক্তি প্রতারণামূলক ওয়েবসাইট দ্রুত ও কার্যকরভাবে শনাক্ত করতে সক্ষম। ফলে আগে দেখা না যাওয়া নতুন ধরনের স্ক্যামও সহজেই চিহ্নিত করা যাবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবিষ্যতে অ্যান্ড্রয়েড সংস্করণেও এই প্রযুক্তি চালু করা হবে।
‘জেমিনি ন্যানো’র অন্যতম বৈশিষ্ট্য হলো, এটি জটিল ও বিভ্রান্তিকর ওয়েব কনটেন্ট বিশ্লেষণ করে প্রতারণার ধরন বুঝতে ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। এতে শুধু পরিচিত স্ক্যাম নয়, বরং নতুন কৌশলে তৈরি প্রতারণাও প্রতিহত করা সম্ভব হচ্ছে।
গুগলের তথ্যমতে, ইতোমধ্যে এই প্রযুক্তির মাধ্যমে ‘ভুয়া প্রযুক্তি সহায়তা’–সংক্রান্ত প্রতারণা শনাক্ত ও রোধ করা হচ্ছে। খুব শিগগিরই ব্যবহারকারীদের সতর্ক করতে চালু করা হবে এআইভিত্তিক অ্যালার্ট সিস্টেম। কোনো সন্দেহজনক নোটিফিকেশন শনাক্ত হলে ব্যবহারকারীর পর্দায় সতর্কবার্তা ভেসে উঠবে। চাইলে ব্যবহারকারী সেই ওয়েবসাইটের নোটিফিকেশন ভবিষ্যতে না পেতে আনসাবস্ক্রাইব করতে পারবেন। আবার কেউ চাইলে ভুলবশত ব্লক হওয়া নোটিফিকেশন পুনরায় চালুও করতে পারবেন।
উল্লেখ্য, প্রতিদিন গুগল সার্চে এআই প্রযুক্তির মাধ্যমে বিপুল পরিমাণ স্ক্যাম ফলাফল ফিল্টার করে সরিয়ে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির ভাষ্য, ওয়েবের বিশাল তথ্যভান্ডার বিশ্লেষণ করে অনলাইন প্রতারণার প্রচেষ্টা আগেভাগেই চিহ্নিত করতে সক্ষম হচ্ছে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা।
গুগল জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন স্ক্যাম সাইটে বিমান সংস্থার গ্রাহকসেবা বিভাগের নাম ব্যবহার করে প্রতারণার প্রবণতা বেড়েছে। তবে ‘জেমিনি ন্যানো’র মতো উন্নত এআই ব্যবহারে এ ধরনের প্রতারণা ৮০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা গেছে। পাশাপাশি স্ক্যাম সাইট শনাক্তের হার ২০ গুণ পর্যন্ত বেড়েছে বলেও প্রতিষ্ঠানটি দাবি করেছে।