শনিবার । জুলাই ১২, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৭ জুন ২০২৫, ১:৫১ অপরাহ্ন
শেয়ার

ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁকে একহাত নিলেন ট্রাম্প


'তেলের দাম কমায় পুতিন ইউক্রেন যুদ্ধ সমাপ্তিতে আরও আগ্রহী'
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফ্রান্সের জনসমর্থন পেতে মরিয়া প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ভুলবশত বলেছেন যে, আমি ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির জন্য কাজ করতে কানাডায় অনুষ্ঠিত জি–৭ সম্মেলন ছেড়ে ওয়াশিংটনে ফিরে যাচ্ছি।

মাখোঁর উদ্দেশে ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ভুল! তিনি জানেনই না আমি এখন কেন ওয়াশিংটনের পথে, তবে এটা নিশ্চয়ই কোনো যুদ্ধবিরতির কারণে নয়।

ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাজ করার জন্য তিনি আগেভাগে জি–৭ সম্মেলন ছেড়েছেন, এমন খবর ঠিক নয় উল্লেখ করে তিনি আরও বলেন, আমার ফেরা, এর চেয়েও অনেক বড় কোনো বিষয় নিয়ে। অপেক্ষায় থাকুন!

ট্রাম্পের আগেভাগে সম্মেলন ত্যাগের বিষয়ে জানতে চাইলে মাখোঁ এর আগে বলেন, ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র এখন এমন একটি পর্যায়ে আছে, যেখান থেকে আরও বিস্তৃত পরিসরের আলোচনা শুরু হতে পারে। যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতির ব্যবস্থা করতে পারে, তবে সেটা খুব ভালো একটি বিষয়। ফ্রান্স তা সমর্থন করবে।

ইরান-ইসরায়েলের মধ্যকার নজিরবিহীন সংঘাত আজ মঙ্গলবার পঞ্চম দিনে গড়িয়েছে। উভয় পক্ষ আকাশপথে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ২২৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন ২৪ জন।