বুধবার । জুলাই ১৬, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৭ জুন ২০২৫, ২:৪০ অপরাহ্ন
শেয়ার

খামেনির ঘনিষ্ঠ আইআরজিসির শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের


আলী সাদমানি

ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)- এর খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের প্রধান আলী সাদমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর আল জাজিরার।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সাদমানি ইরানের ‘সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার’ এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্যতম ঘনিষ্ঠজন ছিলেন।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

প্রসঙ্গত, গত শুক্রবার খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের তৎকালীন প্রধান গোলাম আলী রাশিদকে হত্যা করার পর সাদমানিকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।