বুধবার । জুলাই ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৭ জুন ২০২৫, ৯:৪৫ অপরাহ্ন
শেয়ার

কোরীয় অভিনেত্রীকে ঘিরে ‘মৃত্যু’র গুজব


Shin-Ae-raসামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে দক্ষিণ কোরীয় জনপ্রিয় অভিনেত্রী শিন এ–রা মারা গেছেন—এমন একটি গুজব। নিজের মৃত্যুর গুজব নিয়ে রীতিমতো বিপত্তিতে পড়েন এই অভিনেত্রী। ফোনের পর ফোন আসতে থাকে কাছের বন্ধু, সহকর্মী আর ভক্তদের কাছ থেকে।

একজন ঘনিষ্ঠ বন্ধু তো কাঁদতে কাঁদতে জানতে চাইলেন, ‘তুমি বেঁচে আছ?’ এমন প্রশ্নে যেন আকাশ থেকে পড়লেন অভিনেত্রী। পরে জানলেন, ইউটিউবে তার মৃত্যুর গুজব ছড়িয়েছে।

এ বিষয়ে এক ভিডিও বার্তায় শিন এ-রা লিখেছেন, ‘আমি বেঁচে আছি। আমি মারা যাইনি। আমার এক বন্ধু কাঁদতে কাঁদতে ফোন করে জানতে চায়, আমি কি সত্যিই মারা গেছি। কীভাবে মানুষ এতটা ভিত্তিহীন খবর ছড়াতে পারে?’

শুধু শিন নয়, কোরিয়ায় আরও কয়েকজন তারকার মৃত্যুর গুজব ছড়িয়েছে। বিষয়টি নিয়ে শিন লিখেছেন, ‘এটা শুধু আমার ক্ষেত্রে নয়। ইউটিউবে দেখলেই বোঝা যাবে—অনেক তারকাকে মৃত দেখিয়ে ভুয়া খবর ছড়ানো হচ্ছে। এমন কিছু দেখলে দয়া করে নামটা গুগলে সার্চ করুন। এসব বিশ্বাস করবেন না।’

শিনের এ ঘটনায় অনেক ভক্তই তার পাশে দাঁড়িয়েছেন। কেউ লিখেছেন, ‘আপনাকে দেখে স্বস্তি লাগছে।’ কেউ আবার বলেছেন, ‘এভাবে গুজব ছড়ানো অপরাধ হওয়া উচিত।’