রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়া সাড়ে চার কেজি ওজনের দুটি ইলিশ মাছ, যা বিক্রি হয়েছে ১৪ হাজার টাকায়। মাছ দুটি উন্মুক্ত নিলামের মাধ্যমে কেনেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।
গত মঙ্গলবার (১৭ জুন) রাতে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায় এ নিলাম অনুষ্ঠিত হয়।
শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ জানান, জেলে শাহাদাত হালদার সন্ধ্যার পর দুটি বড় আকারের ইলিশ নিয়ে আসেন বিক্রির জন্য। ওজনে মাছ দুটি ছিল সাড়ে চার কেজি। পরে নিলামে প্রতি কেজি ৪ হাজার টাকা দরে মোট ১৪ হাজার টাকায় মাছ দুটি কিনে নেই। ভালো দাম পেলে এগুলো বিক্রি করব।
এ বিষয়ে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, সাম্প্রতিক সময়ে গোয়ালন্দের পদ্মায় বড় আকারের ইলিশ পাওয়া যাচ্ছে। সচরাচর এত বড় ইলিশ কম দেখা যায়। জেলেরা ভালো দামে এসব মাছ বিক্রি করতে পারছেন।