
ছবি: এএফপি
গল টেস্টের চতুর্থ দিন শেষে স্কোরবোর্ডটা এমন- প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৯৫ রান, শ্রীলঙ্কার রান ৪৮৫। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রানে দিন শেষ করেছে টাইগাররা। অর্থাৎ প্রথম ইনিংসের ১০ রানের লিডসহ চতুর্থ দিন শেষে বাংলাদেশ ১৮৭ রানে এগিয়ে আছে।
১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ওপেনার এনামুল হক বিজয়। ২০ বলে মাত্র ৪ রান করে আউট হন তিনি।
এরপর মুমিনুল হককে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন ওপেনার সাদমান। ৩৬ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে সুবিধা করতে পারেননি মুমিনুল। দলীয় ৬০ রানে ৪০ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন তিনি।
তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন সাদমান। আর তাকে ভালো সঙ্গ দিচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরই মাঝে ফিফটি তুলে নেন সাদমান। টেস্ট ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ ফিফটি।
শান্তকে সঙ্গে নিয়ে ৬৮ রানের জুটি গড়েন সাদমান। সেঞ্চুরির পথেই এগোচ্ছিলেন এই ওপেনার। তবে দলীয় ১২৮ রানে ১২৬ বলে ৭৬ রান করে আউট হন তিনি।
সাদমানের বিদায়ের পর ক্রিজে আসা মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন শান্ত। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন টাইগার অধিনায়ক। আর কোনো উইকেট না হারিয়ে দিনের বাকী খেলা শেষ করেন এই দুই ব্যাটার।
৫৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে চতুর্থ দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। শান্ত ৫৬ ও মুশফিক ২২ রানে অপরাজিত আছেন।









































