বৃহস্পতিবার । জুলাই ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৩ জুন ২০২৫, ২:৪২ অপরাহ্ন
শেয়ার

আইএইএ-এর সঙ্গে সহযোগিতা স্থগিত করতে পারে ইরান


আইএইএ-এর সঙ্গে সহযোগিতা স্থগিত করতে পারে ইরান

পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করার ব্যাপারে চিন্তাভাবনা করেছে ইরান। দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত বিল উত্থাপন করা হয়েছে। ইরানের পার্লামেন্টের প্রেসিডিয়াম সদস্য রুহুল্লাহ মোতেফাকেরজাদেহ রাষ্ট্রীয় গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের ক্বালিবাফ বলেছেন, আন্তর্জাতিক সংস্থার পেশাদার আচরণের বিষয়ে নিরপেক্ষ ও বাস্তবসম্মত নিশ্চয়তা পাওয়ার আগ পর্যন্ত আইনপ্রণেতারা আইএইএ’র সহযোগিতা স্থগিত করতে চাইছেন।

ক্বালিবাফ আরও বলেন, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাচ্ছে না।

তিনি বলেন, ‌‘বিশ্ববাসী দেখেছে যে আইএইএ পেশাদার আচরন করছে না এবং এটি একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে।’

কয়েকদিন আগে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি এবং তার সংস্থাকে চলমান সংঘাতের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলেন। সেসময় তিনি বলেন, ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে সংস্থাটির ‘পক্ষপাতদুষ্ট’ প্রতিবেদনগুলো ইসরায়েলের হামলার ‘অজুহাত’ হিসেবে ব্যবহৃত হয়েছে।