Search
Close this search box.
Search
Close this search box.

প্রচন্ড গরমে বেসামাল অবস্থা

প্রচন্ড গরম থেকে মুরগীগুলোকে বাচাঁতে পানির স্প্রে করা হচ্ছে।
ডেস্ক রিপোর্টঃ গত সপ্তাহ থেকে পুরো কোরিয়া জুড়ে প্রচন্ড গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কোরিয়ার বার্তাসংস্থা ইউনহাপ জানিয়েছে গরমে এ পর্যন্ত প্রায় ১০ জন মারা গেছে এবং ৫০০এরও বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। বাইরে কারো বিশেষ কাজ না থাকলে কেউ বের হচ্ছেন না। অফিস গুলোতে এসি থাকায় কিছুটা সস্তিতে থাকলেও যারা মাঠে কিংবা বাইরে কন্সট্রাকশনের কাজ করেন তাদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। গত এক সপ্তাহ ধরে দিনের বেলায় তাপমাত্রা ছিল গড়ে প্রায় ৩৫ডিগ্রি সেলসিয়াস ।

খাদ্য ও কৃষি মন্ত্রণালয় জানিয়েছে প্রচন্ড গরমে কৃষি, মৎস্য, এবং গৃহপালিত পশুপাখির ফার্মগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।এই সময়ে কমপক্ষে ১লাখ ৪৭হাজার মুরগী, হাঁস এবং শূকর মারা গেছে এবং মাছের খামারগুলোও ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।
আজ সোমবারও সিউলসহ সারা দেশে প্রচন্ড গরম পড়েছে। সিউলে সর্বোচ্চ ৩৬ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। কোরিয়ার মানুষ এখন শুধুই বৃষ্টির অপেক্ষা করছে।

chardike-ad