Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া শুরু

পিয়ংইয়ংয়ের হুমকি অগ্রাহ্য করে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া আজ (সোমবার) থেকে যৌথ সামরিক মহড়া শুরু করেছে। ‘আলচি ফ্রিডম গার্ডিয়ান ড্রিল’নামের এ মহড়া আগামী ২৯ আগস্ট পর্যন্ত চলবে বলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

PYH2014081808830031500_P2উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলার মুখে দক্ষিণ কোরিয়া ও আমেরিকার সামরিক প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যে  এ মহড়া চলছে। মহড়ার একটা বিরাট অংশ কম্পিউটারের মাধ্যমে পরিচালনা করা হবে কিন্তু এ সত্ত্বেও মহড়ায় দু দেশের কয়েক হাজার সেনা অংশ নেবে।

chardike-ad

এর আগে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথভাবে সামরিক মহড়া চালালে নির্মম হামলার শিকার হতে হবে বলে রোববার আমেরিকাকে হুঁশিয়ার করে দেয় উত্তর কোরিয়া। এ মহড়াকে পরমাণু হামলার প্রস্তুতি বলে দাবি করেছে উত্তর কোরিয়া। অবশ্য কোরিয় উপদ্বীপে মহড়া শুরুর পর এখনো উত্তর কোরিয়ার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।