
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
জাতীয় নির্বাচনের বিষয়ে নতুন নির্দেশনার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা প্রকাশ করেছেন, নির্বাচন কমিশন দ্রুত তাদের নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করবে।
বৃহস্পতিবার (১০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ‘ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমি এই অনুষ্ঠান থেকে অধ্যাপক ড. ইউনূসকে ধন্যবাদ জানাতে চাই। কারণ তিনি ডিসেম্বরের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন। এটি একটি অত্যন্ত ইতিবাচক বিষয়।’
ফখরুল বলেন, ‘আমরা আশা করি নির্বাচন কমিশন খুব দ্রুত এই কাজ সম্পন্ন করবে এবং নির্বাচনের পরিবেশ তৈরি করবে।’
তিনি বলেন, আমাদের দল চায় নির্বাচন কমিশন এমনভাবে কাজ করুক—যাতে এটি জাতিকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারে। ‘আমরা আশা করি তারা সেভাবেই কাজ করবে।’
তবে মির্জা ফখরুল বলেন, সংস্কারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জনগণই নেবে। ‘এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমরা কেন সবকিছু আশা করব?’
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি এর আগে সরকারের কাছ থেকে খসড়া পাওয়ার পর বুধবার রাতে তাদের মতামত জানিয়েছে এবং আনুষ্ঠানিক প্রতিক্রিয়া চূড়ান্ত করেছে। ‘তাহলে, সমস্যা কোথায়?’





































