মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ১০ জুলাই ২০২৫, ৭:০৪ অপরাহ্ন
শেয়ার

প্রথম আলোর সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা


mamlaধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে দৈনিক প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও এক গ্রাফিক ডিজাইনারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

হেফাজত নেতা নজরুল ইসলাম আদালতে মামলাটি দায়ের করেন। মামলার আবেদনে তিনি উল্লেখ করেন, গত ৩০ মার্চ প্রথম আলো পত্রিকার প্রথম পাতার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ কলামে “ঈদ মোবারক” শিরোনামে একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশিত হয়, যা তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দেখছেন। এই কার্টুন একটি সচেতন ও সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ, যার মাধ্যমে ঈদুল ফিতরের মতো পবিত্র ধর্মীয় উৎসবকে অবমাননার চেষ্টা করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, অভিযুক্তরা ইচ্ছাকৃতভাবে ইসলাম ধর্ম এবং মুসলিম উম্মাহর পবিত্র ঈদের মতো ইবাদতের অনুভূতিকে আঘাত করেছেন এবং ব্যঙ্গ করে অপমান করেছেন।