বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
ডেস্ক রিপোর্ট আন্তর্জাতিক ১২ জুলাই ২০২৫, ১০:০৮ অপরাহ্ন
শেয়ার

ইইউ-মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প


এবার ট্রাম্প প্রশাসনের ‘নজরদারিতে’ পড়ল বৈধ গ্রিন কার্ডধারীরাও!

আগামী ১ আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক চিঠিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

চিঠিতে মেক্সিকোর প্রেসিডেন্টকে উদ্দেশ করে ট্রাম্প স্বীকার করেন, মেক্সিকো অবৈধ অভিবাসন ও ফেন্টানাইল পাচার রোধে কিছু পদক্ষেপ নিয়েছে। তবে তিনি অভিযোগ করেন, দেশটি এখনও মাদক চোরাচালানকারীদের রুখতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না এবং ওই অঞ্চল ‘মাদক কারবারিদের খেলার মাঠে’ পরিণত হচ্ছে।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের উদ্দেশে ট্রাম্প বলেন, ইইউর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি জাতীয় নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি হয়ে উঠেছে।

চিঠিতে তিনি উল্লেখ করেন, “আমরা বহু বছর ধরে ইইউর সঙ্গে বাণিজ্য বিষয়ে আলোচনা করে আসছি। কিন্তু দেখা যাচ্ছে, আপনাদের শুল্ক এবং অশুল্ক সীমাবদ্ধতার কারণে আমাদের যে স্থায়ী ও গভীর বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে, তা আর সহ্য করা সম্ভব নয়। এই বাণিজ্য সম্পর্ক একতরফা ও অনায্য।”

ট্রাম্পের দাবি, পারস্পরিক ভিত্তিতে এই নতুন শুল্ক আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ভারসাম্য ও ন্যায্যতা প্রতিষ্ঠা পাবে।

তার সাম্প্রতিক এ ঘোষণার মধ্য দিয়ে তিনি এখন পর্যন্ত ২৪টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্য রাষ্ট্রের ওপর নতুন করে আমদানি শুল্ক আরোপ করেছেন।