বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
ডেস্ক রিপোর্ট রাজনীতি ১২ জুলাই ২০২৫, ১১:০১ অপরাহ্ন
শেয়ার

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ


রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টা ৫৫ মিনিটে কার্যালয়ের সামনের সড়কে এ বিস্ফোরণ ঘটে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীন। তিনি জানান, “বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।”

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও দপ্তরে সংযুক্ত আব্দুস সাত্তার পাটোয়ারী বলেন, “দুর্বৃত্তরা এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।”

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে এসে কয়েকজন দুষ্কৃতিকারী চলন্ত অবস্থায় ককটেল ছোড়ে। এর পর তারা দ্রুত নাইটেঙ্গেল মোড়ের দিকে পালিয়ে যায়।