মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৬ জুলাই ২০২৫, ৯:২৫ অপরাহ্ন
শেয়ার

ব্লকেড সরিয়ে নিন, রাজপথের একপাশে অবস্থান করুন: নাহিদ


'ছাত্রলীগের বিদ্রোহীরা বের না হলে আন্দোলন কঠিন হতো'

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ও হামলা-পাল্টা হামলার জেরে সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিকেল থেকে অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

তবে পরে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানান। বুধবার (১৬ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নাহিদের বার্তা তুলে ধরেন।

নাহিদ বলেন, “ব্লকেড সরিয়ে নিন। রাজপথের একপাশে অবস্থান করুন। লড়াই চলবে।”

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী আরেক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ব্লকেড উঠিয়ে নিন। রাজপথে অবস্থান নিন।’

এর আগে বিকেলে গোপালগঞ্জে এনসিপির সভা শেষে ফেরার পথে দলটির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলায় অংশ নেয়। হামলার জেরে গোপালগঞ্জ শহর একপর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে।