গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আমরা শুরু থেকেই স্বৈরাচার আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছিলাম। কিন্তু দেখলাম সরকার সীমিত আকারে তাদের নিষিদ্ধ করেছে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে তারা কোনো ধরনের নিষেধাজ্ঞা দেয়নি। সরকারের কাছে দাবি জানাই, আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হোক। সঙ্গে তার দোসরদেরও নিষিদ্ধ করা হোক।
শুক্রবার (২৫ জুলাই) কুমিল্লার কান্দিরপাড় টাউন হল মাঠে গণঅধিকার পরিষদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুর।
নুর বলেন, আমরা দেখেছি গোপালগঞ্জে স্বৈরাচারের আস্ফালন। সেখানে প্রশাসনের গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণেই পাঁচটি লাশ পড়ে। একটি উত্তপ্ত পরিস্থিতি ছিল। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, পতিত স্বৈরাচাররা ততই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
মাইলস্টোন স্কুলের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করে নুর বলেন, “ওই ঘটনার শোক পুরো জাতিকে স্পর্শ করেছে। কিন্তু স্বৈরাচারের দোসররা এটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে সচিবালয়ের দিকে ছাত্রদের উসকানি দিয়েছে এবং সেখানে ভাঙচুর চালিয়েছে।”
সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে নুর বলেন, “যদি সরকার নিরপেক্ষ আচরণে ব্যর্থ হয়, তাহলে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে।” ভবিষ্যতে সরকার বিভিন্ন ইস্যুতে সবাইকে নিয়ে সর্বদলীয় মিটিংয়ের আয়োজন করবে বলে আশা প্রকাশ করেন নুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের কুমিল্লা জেলা সভাপতি ফয়েজ উদ্দিন। প্রধান বক্তা ছিলেন দলের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।







































