প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান দলের নেতারা।
বৈঠক শেষে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সাংবাদিকদেরকে এ কথা জানান। তিনি বলেন, “বিশ্বজুড়ে প্রায় দেড় কোটি বাংলাদেশি রয়েছেন। তারা ভোটাধিকার নিয়ে উদ্বিগ্ন। আমাদের সঙ্গে তারা যোগাযোগ করছেন। অথচ নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের উদ্দেশ্যে কোনো স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে না।”
এনসিপির পক্ষ থেকে প্রবাসীদের জন্য নিয়মিত অনলাইন ব্রিফিং চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে, যেন তারা ভোটার নিবন্ধন ও ভোটাধিকার সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে পারেন।
তিনি আরও জানান, অনেক প্রবাসীর এনআইডি নেই এবং তারা ভোটার হিসেবে নিবন্ধিত নন। কমিশনের তরফে বলা হচ্ছে ১৪টি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে, কিন্তু বাস্তবে অনেকেই জানেন না কোথায় ও কীভাবে এটি সম্পন্ন করবেন।
এনসিপির পক্ষ থেকে একটি রোডম্যাপ প্রকাশের দাবি জানানো হয়, যাতে করে প্রবাসীরা তাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগে নিশ্চিত হতে পারেন।
এছাড়া, দলটির নিবন্ধন ও প্রতীক সংক্রান্ত বিষয়ে সিইসির সঙ্গে আলোচনা হয়। এনসিপি ‘শাপলা’ প্রতীক চায় এবং তাদের ৪৩ হাজার পৃষ্ঠার দলিল নির্বাচন কমিশনে জমা দিয়েছে। কিছু টেকনিক্যাল ঘাটতি থাকলেও তা দ্রুত সংশোধন করে নির্ধারিত সময়ের (৩ আগস্ট) আগেই জমা দেওয়া হবে বলে জানিয়েছেন এনসিপি নেতারা।







































