বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৩১ জুলাই ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
শেয়ার

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে নাহিদ


nahid-shafiqurহার্টের ব্লকজনিত সমস্যায় বাইপাস সার্জারির জন্য রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি সেখানে জামায়াত আমিরের সঙ্গে একান্তে কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

আমিরে জামায়াতের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, বাইপাস সার্জারির জন্য প্রয়োজনীয় সব পরীক্ষা চলছে। এখন পর্যন্ত পাওয়া রিপোর্টে ডা. শফিকুর রহমান শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েেছেন। সব কিছু ঠিক থাকলে শনিবার তার অপারেশন করা হতে পারে।