বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৩ অগাস্ট ২০২৫, ৪:৫৮ অপরাহ্ন
শেয়ার

শহীদ মিনারে এনসিপির সমাবেশে কেন্দ্রীয় নেতারা


নতুন বাংলাদেশের রূপরেখা ঘোষণা উপলক্ষে আজ রোববার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ। ইতোমধ্যেই বিকেল ৪টার পর থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।

সমাবেশে উপস্থিত রয়েছেন দলের সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীনসহ এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতারা। ইশতেহারে দলটি ‘সাংবিধানিক স্বীকৃতি, নাগরিক মর্যাদা ও জনঅংশীদারিত্ব’-এর প্রতিশ্রুতি দেবে বলে আগেই জানানো হয়েছে।

ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার-প্ল্যাকার্ড হাতে মিছিল করে সমাবেশে যোগ দিচ্ছেন দলীয় নেতাকর্মীরা। সরেজমিনে দেখা গেছে, এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাড়াও মোহাম্মদপুর, উত্তরা, মিরপুরসহ বিভিন্ন এলাকা থেকে অংশ নিয়েছেন নেতাকর্মীরা। সমাবেশস্থলের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলও জোরদার করা হয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশ থেকেই নতুন বাংলাদেশের লক্ষ্যে সাংগঠনিক কর্মকৌশল ও ভবিষ্যৎ কর্মসূচির দিকনির্দেশনা দেওয়া হবে।