
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সকল রাজনৈতিক ক্ষমতার প্রকৃত উৎস জনগণ, আর বিএনপিও সেই জনগণের শক্তিতেই বিশ্বাস করে। তিনি তরুণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারুণদের জীবনের প্রথম ভোট যেন গণতন্ত্র, অধিকার ও পরিবর্তনের প্রতীক ধানের শীষে পড়ে।
রোববার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এই সমাবেশের আয়োজন করা হয় জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে।
তারেক রহমান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের শত শত নেতাকর্মী রাস্তায় রক্ত ঝরিয়েছে, জীবন দিয়েছে, নিখোঁজ হয়েছে। শুধু ওই সময়েই ছাত্রদলের প্রায় ২ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। যারা এতটা আত্মত্যাগ করতে পারে, সেই ছাত্রদলকে কোনো শক্তি দমন করতে পারবে না।”
তিনি ছাত্রদলের নেতাকর্মীদের সাহস, ত্যাগ ও অঙ্গীকারের প্রশংসা করে বলেন, “যে সংগঠনে এমন সাহসী মায়ের সন্তানরা আছেন, সে সংগঠন দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াবে—এটাই ইতিহাসের শিক্ষা।”
দেশের ভবিষ্যৎ প্রসঙ্গে তারেক রহমান বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পার করেছে বাংলাদেশ। এখন দেশের মানুষ আর বিভেদ, প্রতিহিংসার রাজনীতি চায় না। তারা চায় জীবনমান উন্নয়ন, চায় কল্যাণমুখী রাষ্ট্র। বিএনপি সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে।”
তিনি বলেন, “আমরা কথার রাজনীতি নয়, কাজের রাজনীতি শুরু করেছি। উন্নয়ন, দক্ষতা ও মানবিক রাষ্ট্র গড়ার রাজনীতি।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শুধু সার্টিফিকেট নয়, লাগবে দক্ষতা ও প্রযুক্তি জ্ঞান। বিএনপি ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় আসলে স্কুল স্তর থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে।”
এ সময় তিনি আরও বলেন, বিএনপি শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন এনে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে চায়। সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।








































