
ফেব্রুয়ারিতে ঘোষিত জাতীয় নির্বাচনকে ইতিবাচক হিসেবে স্বাগত জানালেও, জুলাই সনদকে ভিত্তি করে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেন, “শুধু ঘোষণা নয়, জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করে আইনি বৈধতা দিতে হবে।”
বুধবার (৬ আগস্ট) ঢাকার মগবাজারে জামায়াতের আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিক্রিয়া জানান।
তাহের অভিযোগ করে বলেন, জুলাই ঘোষণাপত্র প্রকাশে কোনো বড় রাজনৈতিক দলকে সম্পৃক্ত করা হয়নি। জামায়াতের এই শীর্ষ নেতা মন্তব্য করেন “তিনি (প্রধান উপদেষ্টা) যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগে আলোচনা করতেন, তাহলে তা আরও গ্রহণযোগ্য হতো।”
সৈয়দ তাহের জানান, জামায়াত রমজানের আগেই নির্বাচন চেয়েছে, এবং প্রধান উপদেষ্টার ঘোষণাও সেই সময়সীমার ভেতরে হওয়ায় এটি একটি ইতিবাচক অগ্রগতি। তিনি বলেন, “আমাদের আমির আগেই বলেছিলেন, রমজানের আগে নির্বাচন হোক। প্রধান উপদেষ্টাও একইভাবে তা বলেছেন। আমরা এটাকে তার একটি রাজনৈতিক দায়বদ্ধতা হিসেবে দেখছি।”
সংবাদ সম্মেলনে প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি (পিআর) নিয়ে প্রশ্নের জবাবে তাহের বলেন, “আমরা এখনো পিআর পদ্ধতির পক্ষে। ৫৪ বছর আগে যেভাবে নির্বাচন হতো, সেটি এখনকার সময়ের জন্য উপযোগী নয়। সেই পদ্ধতিতেই রাতের অন্ধকারে ভোট, কেন্দ্র দখল, জাল ভোটের ঐতিহ্য গড়ে উঠেছিল। এখন সময় এসেছে আধুনিক ও সুষ্ঠু ভোটব্যবস্থার।”








































