ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপকে ‘অন্যায্য, অযৌক্তিক ও অবিচারপূর্ণ’ বলে মন্তব্য করেছে ভারত। বুধবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধির জয়সওয়াল জানান, এ ধরনের পদক্ষেপ অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নয়াদিল্লি জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
জয়সওয়াল বলেন, ‘সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতের রাশিয়া থেকে তেল আমদানিকে লক্ষ্য করেছে। আমরা ইতোমধ্যেই এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। এই আমদানি বাজারভিত্তিক এবং ১৪০ কোটি জনগণের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে করা হচ্ছে।’
এর আগে বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপে সই করেন। ঘোষণা অনুযায়ী, ২১ দিন পর এই শুল্ক কার্যকর হবে। এতে করে ভারতের ওপর মোট শুল্ক দাঁড়াবে ৫০ শতাংশ।
ট্রাম্প প্রশাসনের দাবি, ভারতের রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে এবং রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে ২৯ জুলাই ট্রাম্প রাশিয়াকে ইউক্রেনে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য ১০ দিনের সময়সীমা বেঁধে দেন।







































