বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১১ অগাস্ট ২০২৫, ৫:০৭ অপরাহ্ন
শেয়ার

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আবার পেছাল বাংলাদেশ


Bangladesh cricket

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আবারও এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ৯ থেকে ১০ নম্বরে নেমেছে লাল-সবুজের দল। গত চার মাসে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের অবনমন ঘটল।

সর্বশেষ ২০০৬ সালে ওয়ানডেতে বাংলাদেশ দুই অংকের র‍্যাঙ্কিংয়ে ছিল। ওই বছরের অক্টোবরে প্রথমবারের মত র‍্যাঙ্কিংয়ে এক অংকের ঘরে উঠে আসে টাইগাররা। পরবর্তী দেড় যুগ আর দুই অংকে নামেনি টিম টাইগার।

গত মে মাস থেকে ফিরে আসে পেছন যাত্রা। মে মাসে ১০ নম্বরে নামে বাংলাদেশ দল। এরপর গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডে জিতে ফের উঠে এসেছিল ৯ নম্বরে। চার মাসের মধ্যে আবারও হলো নেমে গেল মেহেদি হাসান মিরাজের দল।

বাংলাদেশকে পেছনে ফেলে ৯ নম্বরে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। দেশের মাটিতে পাকিস্তানকে দ্বিতীয় ওয়ানডেতে হারিয়ে তাদের এই উন্নতি হয়েছে। ওিদিকে পাকিস্তানও ৪ নম্বর থেকে নেমে গেছে পাঁচে। তাদের টপকে চারে উঠে এসেছে শ্রীলঙ্কা। র‍্যাঙ্কিংয়ের ১২৪ রেটিং নিয়ে শীর্ষে আছে ভারত, দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের রেটিং ১০৯। এছাড়া উইন্ডিজের ৭৮, বাংলাদেশের ৭৭, শ্রীলঙ্কা ও পাকিস্তানের রেটিং যথাক্রমে ১০৩ ও ১০২ রেটিং পয়েন্ট আছে।