Search
Close this search box.
Search
Close this search box.

সঙ্কটাপন্ন অবস্থায় ফিরোজা বেগম

download (1)উপমহাদেশের অন্যতম নজরুলগীতি শিল্পী ফিরোজা বেগমের শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন। শুক্রবার থেকে তিনি রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন। সম্প্রতি হেপাটাইটিস ‘বি’-এ আক্রান্ত হন নজরুল সঙ্গীতের এ কিংবদন্তি শিল্পী। গত সপ্তাহে চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার উন্নতি হলে বাসায় নেয়া হয় শিল্পীকে। তবে গতকাল কিডনির সমস্যাজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি।

সোমবার ফিরোজা বেগমের ছেলে হামিন আহমেদ জানান, আগে থেকেই মায়ের কিডনি ফেইলিওর ছিল। এত দিন ডায়ালাইসিস করে ভালো ছিলেন। সম্প্রতি জন্ডিস দেখা দিয়েছে। তবে সোমবার সকাল থেকে হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে না। হামিন আরও জানান, এখানে ডাক্তাররা প্রাণপণ চেষ্টা করছেন। সিদ্ধান্ত হয়েছে হৃদযন্ত্র (হার্ট) ডায়ালাইসিসের। মায়ের অবস্থা সোমবার সকাল থেকে বেশ ক্রিটিক্যাল।

chardike-ad

হাসপাতালের নেফ্রোলজি ও কিডনি ট্রান্সপ্লান্টেশন বিভাগের কো-অর্ডিনেটর অ্যান্ড সিনিয়র কনসালট্যান্ট কৃষ্ণ মোহন সাহুর তত্ত্বাবধানে চিকিত্সাধীন এ শিল্পী।