বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৪ অগাস্ট ২০২৫, ৮:২০ অপরাহ্ন
শেয়ার

চুপিসারে বাগদান সারলেন শচীনপুত্র অর্জুন


Arjun
ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার মাঠের খেলায় এখনও পুরোপুরি নিজেকে মেলে ধরতে না পারলেও জীবনের ব্যক্তিগত অধ্যায়ে নতুন ইনিংস শুরু করেছেন। বাবার পথ ধরে বাঁহাতি পেসার হিসেবে ক্রিকেটে যাত্রা করা অর্জুন এবার বাগদান সেরেছেন।

গত বুধবার মুম্বাইয়ের খ্যাতনামা ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চান্দোকের সঙ্গে ঘরোয়া অনুষ্ঠানে বাগদান সম্পন্ন করেন তিনি। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজন ও বন্ধুরা উপস্থিত ছিলেন।

মুম্বাইয়ের ঘাই পরিবার ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ ও হোটেল শিল্পে সুপরিচিত নাম। তাদের মালিকানায় রয়েছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল ও জনপ্রিয় ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম ব্র্যান্ড। সানিয়া নিজেও একজন উদ্যোক্তা, নিজস্ব একাধিক ব্যবসা পরিচালনার পাশাপাশি পারিবারিক ব্যবসার দায়িত্বও সামলান।

যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে খুব বেশি সক্রিয় নন সানিয়া, তবুও দীর্ঘদিন ধরে অর্জুনের সঙ্গে সম্পর্কে ছিলেন বলে জানা গেছে। দুই পরিবারের সম্মতিতে তারা শিগগিরই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন।

উল্লেখ্য, অর্জুন টেন্ডুলকার ২০২০ মৌসুমে মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে অভিষেক করেন এবং ভারতের অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াডে থাকলেও প্রথম একাদশে তার সুযোগ সীমিত।