
বাণিজ্য শুল্ক নিয়ে কথা বলতে গিয়েও নোবেল শান্তি পুরস্কারের দাবি তুললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প— এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে নরওয়ের দৈনিক দাগেনস নর্যিংস্লিভ।
পত্রিকার দাবি, গত মাসে নরওয়ের অর্থমন্ত্রী জেন্স স্টলটেনবার্গ অসলোর রাস্তায় হাঁটছিলেন, ঠিক তখনই ট্রাম্প তাকে ফোন করেন। আলোচনার মূল বিষয় ছিল শুল্ক ও অর্থনৈতিক সহযোগিতা, কিন্তু হঠাৎ করেই ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের প্রসঙ্গ টেনে বলেন, তিনি এটি পাওয়ার যোগ্য।
ইসরায়েল, পাকিস্তান, কম্বোডিয়াসহ বেশ কয়েকটি দেশের শান্তি চুক্তি বা যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার জন্য ট্রাম্প ইতোমধ্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তার দাবি, হোয়াইট হাউসের আগের চারজন প্রেসিডেন্ট যেমন এই সম্মান পেয়েছেন, তিনিও তার যোগ্য।
পত্রিকাটি আরও জানায়, এটি ছিল না প্রথমবার, এর আগেও ট্রাম্প স্টলটেনবার্গের সঙ্গে আলাপে নোবেলের প্রসঙ্গ তুলেছেন। যদিও ট্রাম্প আসলেই পুরস্কারের কথা বলেছেন কি না, সে বিষয়ে স্টলটেনবার্গ মন্তব্য করতে এড়িয়ে যান।
নোবেল পুরস্কার বিজয়ীদের নির্বাচন করে নরওয়েজিয়ান নোবেল কমিটি, যার পাঁচ সদস্যকে নিয়োগ দেন নরওয়ের পার্লামেন্ট। আলফ্রেড নোবেলের উইল অনুসারে পরিচালিত এই কমিটি প্রতি বছর অক্টোবর মাসে অসলোতে বিজয়ীদের নাম ঘোষণা করে।
হোয়াইট হাউস, নরওয়ের অর্থ মন্ত্রণালয় এবং নোবেল কমিটি, কারও কাছ থেকেই এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।






































