
আকস্মিক বন্যায় বিধ্বস্ত এলাকার জন্য ত্রাণ সহায়তা নিয়ে যাচ্ছিল পাক সেনাবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টার
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় ত্রাণসামগ্রী বহনকারী একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ পাঁচজন নিহত হয়েছেন। হেলিকপ্টারটি বাজাউর এলাকায় ত্রাণ সরবরাহ করছিল।
শুক্রবার (১৫ আগস্ট) খারাপ আবহাওয়ার কারণে মোহমান্দ জেলার পান্ডিয়ালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রাদেশিক সরকার।
প্রাদেশিক মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর জানান, ভারি বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার কবলে পড়া দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানোর পথে এই দুর্ঘটনা ঘটে।
সাম্প্রতিক বৃষ্টিপাত ও হঠাৎ বন্যায় দেশব্যাপী ১৮৯ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে শুধু খাইবার পাখতুনখোয়াতেই প্রাণহানি ১৫০ জন। এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।







































