
ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার আলাস্কার আ্যাঙ্কোরেজ শহরের এলমেনডর্ফ-রিচার্ডসন সামরিক ঘাঁটিতে বসে দুই শীর্ষ নেতার বৈঠক।
এই বৈঠককে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তিনি আবারও স্পষ্ট করে বলেছেন, যুদ্ধ বন্ধে কার্যকর কোনো সিদ্ধান্ত নিতে হলে কিয়েভকেও অবশ্যই আলোচনায় থাকতে হবে।
জেলেনস্কি বলেন, ‘এই যুদ্ধ রাশিয়াই শুরু করেছে, তাই তাদেরই শেষ করতে হবে। আলোচনার উদ্যোগ অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু ইউক্রেন ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।’
তবে আজকের বৈঠকে অংশগ্রহণের জন্য জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় তিনি লেখেন, ‘আমাদের নিরাপত্তা ও স্থায়ী শান্তির নিশ্চয়তা দরকার। বিশ্ব জানে আমাদের মূল লক্ষ্য কী। যারা বাস্তব সমাধান খুঁজতে কাজ করছেন, তাদের সবাইকে ধন্যবাদ।’
এদিকে আ্যাঙ্কোরেজে ট্রাম্প ও পুতিন তাদের ঘনিষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করছেন। এর পর একটি ‘ওয়ার্কিং লাঞ্চ’-এ অংশ নেবেন, যেখানে আরও কজন যুক্ত হবেন। সব কিছুই হবে গণমাধ্যম ও সাধারণ মানুষের চোখের আড়ালে।
সূত্র: বিবিসি







































