রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৬ অগাস্ট ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
শেয়ার

গাজায় ত্রাণ নিতে গিয়ে এখন পর্যন্ত ১৭৬০ ফিলিস্তিনি নিহত


gazaজাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় শুক্রবার (১৫ আগস্ট) জানিয়েছে, গত মে মাসের শেষ দিক থেকে এখন পর্যন্ত গাজায় ত্রাণ নিতে গিয়ে অন্তত ১,৭৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মে মাসে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) নামে বিতর্কিত সংস্থা ত্রাণ বিতরণ শুরু করার পর থেকেই বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের ওপর নিয়মিত গুলি চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে।

জাতিসংঘের সহায়তা সংস্থার তথ্যে বলা হয়েছে, ২৭ মে থেকে ১৩ আগস্ট পর্যন্ত নিহতদের মধ্যে ৯৯৪ জন জিএইচএফের সাইটের আশপাশে এবং ৭৬৬ জন ত্রাণ সরবরাহ রুটে প্রাণ হারান। এসব হত্যাকাণ্ডের বেশিরভাগই ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে সংঘটিত হয়েছে।

এর আগে ১ আগস্ট জাতিসংঘ জানায়, নিহতের সংখ্যা ছিল ১,৩৭৩ জন। এরপরেও প্রায় প্রতিদিন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে হতাহতের ঘটনা ঘটছে। শুধু শুক্রবারেই ইসরায়েলি গুলিতে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন বলে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে। নিহতদের মধ্যে ১২ জন মানবিক সাহায্যের জন্য অপেক্ষা করছিলেন।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হামাসের সামরিক সক্ষমতা ভেঙে ফেলতে কাজ করছে এবং বেসামরিক ক্ষয়ক্ষতি কমাতে সতর্কতা অবলম্বন করছে। সেনাবাহিনীর প্রধান সম্প্রতি জানান, গাজায় নতুন আক্রমণের পরিকল্পনা অনুমোদিত হয়েছে, যার লক্ষ্য হামাসকে পরাজিত করা এবং অবশিষ্ট জিম্মিদের মুক্ত করা।

জাতিসংঘ-সমর্থিত বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, গাজায় ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিতে পারে। কারণ, ইসরায়েল পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না। হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬১ হাজার ৮২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।