রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৬ অগাস্ট ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
শেয়ার

স্ত্রী মেলানিয়ার লেখা ব্যক্তিগত চিঠি পুতিনকে পৌঁছে দিলেন ট্রাম্প


melania-putin-trump

ফাইল ছবি

আলাস্কার বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের লেখা একটি চিঠি তুলে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, ওই চিঠিতে ইউক্রেন যুদ্ধ চলাকালে অপহৃত শিশুদের দুর্দশার কথা তুলে ধরা হয়েছে। তবে এর বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

ইউক্রেনের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে হাজারো ইউক্রেনীয় শিশুকে পরিবার বা অভিভাবকের সম্মতি ছাড়াই রাশিয়া বা রুশ-অধিকৃত ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়েছে। ইউক্রেন এটিকে জাতিসংঘ চুক্তির সংজ্ঞা অনুযায়ী গণহত্যার সমতুল্য যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছে। তবে মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, পুতিনের সঙ্গে আলোচনাটি ছিল অত্যন্ত আন্তরিক ও উষ্ণ। বৈঠককে তিনি ‘১০-এর মধ্যে ১০’ বলে অভিহিত করেন। ট্রাম্প আরও জানান, ইউক্রেনে শান্তির পথে ‘খুব ভালো অগ্রগতি’ হয়েছে এবং একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছেন তারা। তবে এ চুক্তির জন্য ইউক্রেনের সম্মতিও জরুরি বলে মন্তব্য করেন তিনি।