রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৭ অগাস্ট ২০২৫, ৪:৫৭ অপরাহ্ন
শেয়ার

প্রবল শক্তি নিয়ে ক্যারিবীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় এরিন


Erin
আটলান্টিক মহাসাগরে সৃষ্টি হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় এরিন। অল্প সময়ের মধ্যে ভয়ংকর শক্তি অর্জন করায় এটিকে আটলান্টিকের ইতিহাসে সবচেয়ে দ্রুত তীব্র হওয়া ঝড়গুলোর একটি হিসেবে চিহ্নিত করেছে আবহাওয়া বিশেষজ্ঞরা। বর্তমানে ঘূর্ণিঝড়টি প্রবল বেগে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের কাছাকাছি অগ্রসর হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ঘূর্ণিঝড় এরিন ইতোমধ্যেই ক্যাটাগরি–৫ পর্যায়ে পৌঁছেছে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৬০ কিলোমিটারের বেশি রেকর্ড করা হয়।

বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টার দিকে ঝড়টি প্রথমে ক্যাটাগরি–১ ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তখন বাতাসের বেগ ছিল ঘণ্টায় ৭৫ কিলোমিটার। কিন্তু মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এরিন ভয়াবহ শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি–৫ ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এ সময় এর গতিবেগ ঘণ্টায় পৌঁছায় ১৬০ কিলোমিটার।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলোর মধ্যে এরিন সবচেয়ে দ্রুত শক্তিশালী হওয়া ঝড়ের একটি। বিশেষজ্ঞরা বলছেন, ১ সেপ্টেম্বরের আগেই সৃষ্ট কোনো ঘূর্ণিঝড় এত কম সময়ে এত ভয়ংকর শক্তি অর্জন করেনি।