বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২২ অগাস্ট ২০২৫, ৬:২৬ অপরাহ্ন
শেয়ার

ভারতে নারী বিশ্বকাপে বদলে গেল বাংলাদেশের দুই ম্যাচের ভেন্যু


Women cricketer
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের হাইভোল্টেজ ম্যাচ আর বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হচ্ছে না। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ম্যাচটি এখন অনুষ্ঠিত হবে নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে।

শনিবার এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, গত জুনে আইপিএল শিরোপা উদযাপনকে কেন্দ্র করে চিন্নাস্বামী স্টেডিয়ামে পদদলিত হয়ে ১১ জন নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার পর কর্ণাটক ক্রিকেট সংস্থা পুলিশের অনুমতি পায়নি। এ কারণে নতুন সূচিতে ভেন্যু পরিবর্তন করা হয়েছে।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, “অপ্রত্যাশিত কারণে ভেন্যু বদলাতে হয়েছে। তবে নাভি মুম্বাই সাম্প্রতিক সময়ে নারী ক্রিকেট আয়োজনের জন্য দারুণ পরিবেশ গড়ে তুলেছে।”

আগের সূচি অনুযায়ী ২৬ অক্টোবর বাংলাদেশ-ভারত ম্যাচ হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে। পরিবর্তিত সূচি অনুযায়ী সেই ম্যাচ হবে ডিওয়াই পাতিলে। শুধু এই ম্যাচই নয়, আরও কয়েকটি ভেন্যুতেও পরিবর্তন আনা হয়েছে।

বেঙ্গালুরুর পরিবর্তে এখন ৩০ সেপ্টেম্বর গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। একই মাঠে ৩ অক্টোবর মুখোমুখি হবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা।

এবার ভারতে গিয়ে পাকিস্তান খেলবে না বিধায় টুর্নামেন্টটি হবে হাইব্রিড মডেলে। পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। যদি পাকিস্তান ফাইনালে না ওঠে, তাহলে শিরোপা নির্ধারণী ম্যাচ হবে নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। তবে পাকিস্তান সেমিতে উঠলে প্রথম সেমিফাইনাল কলম্বোতে, না উঠলে গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের আরেকটি ম্যাচও ভেন্যু পরিবর্তন হয়েছে। ২০ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা ছিল কলম্বোতে। নতুন সূচিতে সেটিও সরিয়ে নেওয়া হয়েছে নাভি মুম্বাইতে।

এবারের বিশ্বকাপে মোট ৩১ ম্যাচ আয়োজন করা হবে পাঁচ ভেন্যুতে—কলম্বো, নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল, গুয়াহাটির বর্ষাপাড়া, ইন্দোরের হোলকার এবং বিশাখাপত্তনমের ওয়াই এস রাজাশেখর রেড্ডি স্টেডিয়ামে।