বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
শেয়ার

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় আরো ৭৫ ফিলিস্তিনি নিহত


Gaza-people

ফাইল ছবি

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের তীব্র হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে গাজা সিটিতেই নিহত হয়েছে ৪৪ জন।লাগাতার গোলাবর্ষণে পুরো নগরী পরিণত হয়েছে মৃত্যুভয়ে আচ্ছন্ন এক ‘আতঙ্কের নগরীতে’।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে গাজা সিটির পাড়া-মহল্লা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। নিরাপদ আশ্রয় না থাকায় সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে।

জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ গাজা সিটিকে ইতিমধ্যেই ‘আতঙ্কের নগরী’ হিসেবে আখ্যায়িত করেছে। বৃহস্পতিবার তাল আল-হাওয়া এলাকায় বিমান হামলায় এক পরিবারের পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু।

উত্তর গাজার প্রধান নগরকেন্দ্র গাজা সিটিতে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। রাতভর টানা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে, যার মধ্যে সাতজন শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের অন্তত ৩০ শতাংশ শিশু। অর্থাৎ অক্টোবর ২০২৩ থেকে গড়ে প্রতিদিন ২৮ শিশু নিহত হচ্ছে।

ইসরায়েলি সেনারা দাবি করছে, তারা গাজা সিটির প্রায় ৪০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে এবং আরও অভিযান চালাবে। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, জেইতুন এলাকায় অন্তত ৫২টি সামরিক যান মোতায়েন রয়েছে। এ ছাড়া উত্তর ও মধ্য গাজা থেকে পশ্চিম উপকূলে বহু মানুষকে জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়েছে।

২০২৩ সালের অক্টোবর মাসে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ৬৪,২৩১ জন নিহত এবং ১,৬১,৫৮৩ জন আহত হয়েছে।