
চীনের প্রস্তাবিত গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ (জিজিআই)-কে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার তার মুখপাত্র স্টিফান দুজারিক এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
দুজারিক বলেন, মহাসচিব তার বক্তব্যে আন্তর্জাতিক আইনভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা এবং জাতিসংঘকেন্দ্রিক বৈশ্বিক ব্যবস্থা রক্ষার গুরুত্ব তুলে ধরেছেন এবং একইসঙ্গে চীনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
চীনের থিয়েনচিনে সম্প্রতি অনুষ্ঠিত শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন প্লাস বৈঠকে গুতেরেস বলেন, বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে প্রস্তাবিত এই উদ্যোগ প্রশংসনীয়।
তিনি আরও উল্লেখ করেন, জাতিসংঘের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করতে হবে এবং মানুষের কল্যাণকেই সবার আগে রাখতে হবে।






































