বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৭ সেপ্টেম্বর ২০২৫, ২:৪১ অপরাহ্ন
শেয়ার

শ্রীলঙ্কার পাহাড়ি এলাকায় বাস দুর্ঘটনায় নিহত ১৫


শ্রীলঙ্কার পাহাড়ি এলাকায় বাস দুর্ঘটনায় নিহত ১৫

শ্রীলঙ্কায় পাহাড়ি এলাকায় প্রায় এক হাজার ফুট (৩০০ মিটার) উচ্চতা থেকে খাদে যাত্রীবাস পড়ে গিয়ে মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।

শনিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জানা গেছে, অপর একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেলে ১৫ জন যাত্রী নিহত হন।

বৃহস্পতিবার রাতে পাহাড়ি এলাকা এল্লায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল রাজধানী কলম্বো থেকে ১৩০ কিলোমিটার পূর্বে অবস্থিত। এল্লা-ওয়েল্লাওয়েয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।

শ্রীলঙ্কার গণমাধ্যম দ্য আইল্যান্ড জানিয়েছে, বাসে মূলত টানগাল্লে পৌরসভার কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা ছিলেন। তারা এল্লা’র পার্বত্য এলাকায় ছুটি কাটাতে এসেছিলেন। বিপরীত দিক থেকে আসা অপর একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর রাস্তার পাশের রেলিং ভেঙে নিচে পড়ে যায় বাসটি।

শ্রীলঙ্কার গণমাধ্যম দ্য ডেইলি মিরর পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, নিহতদের মধ্যে বাসচালক ও নয় নারীও আছেন। বাসে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। প্রায় সবাই পৌরসভার কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্য। আহতরা বাদুল্লা টিচিং হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

গত মে মাসের পর এটাই দ্বীপরাষ্ট্রটিতে ঘটে যাওয়া সবচেয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ওই মাসে কোটমালে এলাকায় বাস দুর্ঘটনায় ২৩ যাত্রী নিহত হন।