Search
Close this search box.
Search
Close this search box.

ব্রেকিং নিউজ: পোস্ট ব্যবস্থার উন্নয়ন করছে ফেসবুক

ব্রেকিং নিউজ পোস্ট ব্যবস্থার উন্নয়নের   পরিকল্পনা করছে শীর্ষ সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক। নতুন ব্যবস্থায় ব্রেকিং নিউজগুলো ফিডে পৃথকভাবে প্রদর্শন করা    হবে। খবর গার্ডিয়ান।

Facebook-troubleফেসবুক মূলত চালু হয়েছিল কিশোর-কিশোরীদের কথা মাথায় রেখে। কিন্তু প্রতিষ্ঠানটি পরবর্তীতে কিশোর বয়সীদের ধরে রাখার জন্য সংশ্লিষ্ট সেবা সরবরাহে কিছুটা পিছিয়ে পড়ে। ফলে এক কথায় বিপদেই পড়ে শীর্ষস্থানীয় সাইটটি।

এর পরই বিভিন্ন নতুন সেবা আনতে শুরু করে ফেসবুক। এরই ধারাবাহিকতায় ব্রেকিং নিউজ পোস্ট ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে কাজ করবে সাইটটি। বর্তমানে অন্যান্য পোস্টের সঙ্গেই থাকে ব্রেকিং নিউজ। এতে করে জরুরি নিউজগুলোর গুরুত্ব পৃথকভাবে প্রকাশ পায় না। এ কারণে ব্রেকিং নিউজকে পৃথকভাবে প্রদর্শনের এ সিদ্ধান্ত নিচ্ছে মার্কিন প্রতিষ্ঠানটি।

ব্রেকিং নিউজের জন্য পৃথক পোস্ট ব্যবস্থা উন্নয়নের ফলে এ সম্পর্কে অন্যরা কী ভাবছে, সে সম্পর্কেও গ্রাহক বিভিন্ন মন্তব্য পৃথকভাবে দেখতে পাবেন। বিশ্লেষকদের মতে, ফেসবুক এবার সংবাদ মাধ্যম হিসেবে আত্মপ্রকাশের চেষ্টা করছে। এ কারণেই তারা ব্রেকিং নিউজকে পৃথকভাবে প্রাধান্য দেয়ার পরিকল্পনা করছে। সংশ্লিষ্টদের মতে, নতুন সেবাটি চালু করলে সেবাটির ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সমূহ সম্ভাবনা রয়েছে।